Breaking News

একটা মানুষের জীবনে বিভিন্ন রকম গটনা গটে

একটা মানুষের জীবনে বিভিন্ন রকম গটনা গটে। কখন তা অানন্দের মাধ্যমে, কখনো বা তা বিপদের মাধ্যমে। যাকে অামরা ভাগ্য বলে মনে করি। অাসলে কি এটা ভাগ্য? অাসলে অামাদের জীবনে যত অাপদ বিপদ সংগঠিত হয় তা অাল্লাহুর নির্দেশ মোতাবেক গটে থাকে। কারন অাল্লাহুতালা বিভিন্ন ভাবে তার বান্দাকে তার অস্তিত্ব প্রকাশ করে। যেন তার বান্দারা তা অনুভাব করে তার দিকে ফিরে অাসে। কিন্তু অামরা মানুষ অাল্লাহুর সেই অাহবান বুঝতে পারি না। অাল্লাহ যেমন অামাদের সুখ দিয়ে তার বান্দাকে অাহবান করে। তেমনি বিভিন্ন অাপদ বিপদ দিয়েও তার রাস্তায় চলার জন্য অাহবান করে। কিন্তু আমরা তা বুঝতে চেষ্টা করি না। তাই অামরা যে যার মত করে জীবন অতিবাহিত করে চলছি। কিন্তু অামরা যদি অন্তর চোখ খুলে তা অনুভব করতে পারতাম। তবে অাল্লাহুর দেওয়া বিপদ অাপদ থেকে রক্ষা পাওয়ার পর, অবশ্যই অাল্লাহুর শোকরিয়া অাদায় করতাম। এবং অাল্লাহুর অাহবান বুঝতে পেরে অাল্লাহুর পথে চলতে চেষ্টা করতাম। বন্ধুরা অাসলে আমাদের প্রতি অাল্লাহুর যে ভালোবাসা, তা অামরা অাল্লাহুর নালায়েক বান্ধা হিসাবে বুঝতে চেষ্টা করি না। তাই অাসুন অামাদের অন্তরটা খোলে দেই এবং অামাদের প্রতি অাল্লাহুর যে ভালোবাসা তা বুঝতে চেষ্টা করি!!!



কোন মন্তব্য নেই