Breaking News

সত্ত্যি ভালবাসার গল্প

ছেলেটির সাথে মেয়েটির সম্পর্কটা ব্রেকআপ হয়ে যাওয়ার শেষ মুহুর্তে যখন ছেলেটা অসহায় হয়ে চোখ মুখ লাল করে বলে ওঠে...... .
 -''আমি তোমাকে ছাড়া এক মূহুর্ত ও থাকতে পারবো না , এরচেয়ে মৃত্যু যে অনেক ভাল!'' 
মেয়েটি পাশ ফিরে অট্ট হাসিতে ফেটে পরে... -''হাউ ফানি ভালবাসা বলে কিছু নেই, অত আবেগ দেখিওনা, কাউকে অত ভালবেসোনা , এতে ঠকার চান্স থাকে বেশি , ভাল থেকো''! . মেয়েটি চলে যাচ্ছে , খুব দ্রুত হেটে , মুখে উড়না চেপে ধরে হাটছে .... ছেলেটি তাকিয়ে আছে এক দৃষ্টিতে তবে মেয়েটির কাঁন্নার কারণ ছেলেটির অজানা ... কারণ মেয়েটির আজ হাসার কথা , আজ মেয়েটি মুক্ত .... ছেলেটির গাল বেয়ে টুপ টুপ করে মাটিতে জল পড়ছে, বুকের বাম পাশটায় মুচর দিয়ে উঠে চিনচিন ব্যথা অনুভব হয় ... . তারপর একসময়ের মাধক বিরোধী ছেলেটিও সিগারেট মুখে নিয়ে ধুয়া উড়িয়ে বেড়ায়, তখন সবার আগে , কাছের মানুষ গুলোর চোখে পরে_! কিছু বলার সাহস পায়না কেউ ! এক সময়ের হাতে গিটার নিয়ে গানে আড্ডায় মেতে থাকা ছেলেটির নির্ঘুম রাতের পদচারণ বন্ধুদের কানে আসে_! . চোখে পরে সে সুদর্শন স্মার্ট ছেলেটার আচমকা অধপতন, চোখে পরে চোখের নিচে কাজলের ন্যায় কালো দাগ পরার চিহ্ন , যে দাগ ছেলেটির প্রতিটি নির্ঘুম রাতের সাক্ষী। আলোড়িত করে অভিভাবকদের । . কিন্তু কারো চোখে পড়েনা ওপাশে থাকা অভিমানী মেয়েটির , নির্ঘুম রাতের বালিশ চেপে কান্নার শব্দ , কাউকে বিষণ্ণ ও করেনা, একাকি কষ্টের নির্বাসন নিয়ে অন্তর অঙ্গনে নিত্য তাপের খেলা! কেউ জানেই না মেয়েটি বেঁচে আছে কেবল আর ক'টা দিন , আর কয়দিনের অতিথি মাত্র । তারপর চলে যাবে অন্য এক জগতে, যেখান থেকে কেউ কখনও ফেরেনি। তাই ছেলেটির কাছ থেকে দূরে থাকার ব্যর্থ চেষ্টা মাত্র । ভুল বুঝোক তাতে কী? একটা সময় ঠিকই বুঝবে! . সবার জীবনেরই একটা গল্প থাকে , কেউ সেটা প্রকাশ করে কেউ বা করেনা



((ভালবাসার গল্প অনেকে প্রকাশ করতে চায় না কিন্তু আমি প্রকাশ করি ))

https://www.facebook.com/valobasarnabolakota/

কোন মন্তব্য নেই