Breaking News

রোমান্টিক না হলে যা হয়।

"পিয়াস কোন রোমান্টিক মুভি দেখে না
 বন্ধুরা কোন রোমান্টিক মুভি দেখতে নিলেই সে আস্তে করে উঠে চলে যায়,
নতুবা মোবাইল নিয়ে অন্যমনস্কভাবে ফেসবুক চালাতে থাকে বন্ধুরা জিজ্ঞেস করলে কপাল কুঁচকে সে বলেঃ "হুরর !! এইসব লুতুপুতু মুভি ভাল্লাগে না !!



" বন্ধুরা দাঁত মুখ খিচিয়ে বলেঃ "শালা আনরোমান্টিক !!"
 পিয়াস মুচকি হাসি দেয় শুধু !! ...
পিয়াস কোন প্রেমের গান শোনে না ...
সারাদিন হাই বিটের রক বা মেটাল শুনে এই তো সেদিন ঐ মেয়েটা বললোঃ
"তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো"
- গানটা শুনতেই... পিয়াস শুনলো না .
বললোঃ "ভাল্লাগে না !! "
 মেয়েটা অবাক হলো ...
রেগে গেলো ... বললোঃ
"তোমার অর্ণবের গান ভাল্লাগে না ?
কত্ত বড় রুচিহীন !!" পিয়াস মুচকি হাসলো কিছু বললো না !! ...
 সে হুমায়ুন আহমেদের বই পড়ে না ...
রূপা আর হিমুর মাঝের কথোপকথন গুলো তার ভাল লাগে না .
সবাই বলেঃ "তুই একটা খ্যাঁত !! " তার বৃষ্টি ভাল লাগে না ...
জোছনা ভাল লাগে না ...
সবাই যখন অবাক হয়ে বলেঃ "তুমি কি মানুষ ??"
পিয়াস মুচকি হাসে !! পিয়াস কাউকে কিছু বলে না ...
শুধুই মুচকি হাসে ... এক সময় পিয়াসের সব ভালো লাগতো ...
 রোমান্টিক মুভির ঐ সিনটা সে বারবার দেখতো, কাউকে দেখতে বলতো !!
এক সময় তার সব ভালো লাগতো ...
কেউ একজন তাকে গেয়ে শুনাতোঃ "তোমার জন্য এত গুলো রাত অধীর হয়ে জেগে থাকা...
তোমায় ঘিরে আমার ভাল লাগা !! "
এক সময় তার সব ভালো লাগতো ...
ঝুম বৃষ্টিতে ঝাপসা চশমার কাচের ভেতর দিয়ে কারো দিকে তাকিয়ে থাকতে ভালো লাগতো ...
জোছনার আলোয় শক্ত করে কারো হাত ধরে রাখতে ভালো লাগতো !!
সময় বড় অদ্ভূত ... খুব সুন্দর করে মানুষকে অদ্ভূত বানিয়ে দেয় .
"আনরোমান্টিক"
 বানিয়ে দেয় ...
"খ্যাঁত" বানিয়ে দেয় ...
 "অমানুষ" বানিয়ে দেয় !!
কিংবা মানুষ স্বেচ্ছায়ই এরকম অদ্ভূত হয়ে যায় ...
ওরকম অদ্ভূত সেজে মুচকি হাসি দিয়ে সব উড়িয়ে দেয়াটাই সহজ ...
দাঁতে দাঁত চেপে, ঠোঁট কামড়ে কিংবা দুই হাত দিয়ে শক্ত করে মুখ চেপে কান্না আটকানোটাই বরং ভীষণ কঠিন !!" আমার মত হাজারো পিয়াস এই বাংলার বুকে নীরবে কাঁদে কেউ নেই তাদের এই নীরব কান্না দেখার রাতের আধারে কত বার যে বালিস ভিজায় শুধু পিয়াসেরাই ভালো জানে ।

কোন মন্তব্য নেই