Breaking News

বাস্তব জীবনের গল্প



প্রেমিকা জিজ্ঞেস করলো,,-আচ্ছা আমার বিয়ে হয়ে গেলে কি করবা?-
ভুলে যাবো,,আমি উত্তর দিলাম।আমার উত্তর শুনে সে রাগেঅন্যদিকে মুখ ঘোরালো।
আমিই আবার বললাম,,-তুমিও আমাকে ভুলে যাবে।সবচেয়ে বড় কথা আমিযত 
দ্রুত তোমাকে ভুলে যাবো, তার চেয়েওবেশি দ্রুত তুমি আমাকে ভুলে যাবে,,
-কিরকম?প্রেমিকা প্রশ্ন করলো।আমি বলতে শুরু করলাম,,"মনে করো বিয়ের প্রথম
 তিনদিন তুমি এক ধরনেরঘোরের মধ্যে থাকবা।শরীরে গয়নার ভার,
 মুখেমেকআপ এর প্রলেপ, চারেদিক থেকেক্যামেরার ফ্লাশ,,
মানুষের ভিড়,, তুমি চাইলেও হয়ততখন আমার কথা মনে করতে পারবা না।


'আর আমি তখন তোমার বিয়ের খবর পেয়ে হয়তকোন বন্ধুর সাথে উল্টা 
পাল্টা কিছু খেয়ে পরেথাকবো আর একটু পর পর একবার তোমাকেহৃদয়হীনা বলে গালি দিব
, আবার পরক্ষনেই পুরাতনস্মৃতির কথা মনে হয়ে বন্ধুকে জড়িয়ে ধরেকাঁদবো।"
বিয়ের পরের পনের দিন তোমার আরো ব্যস্তসময় কাটবে।জামাই আর মিস্টির 
প্যাকেট এই দুটোগুল্লার রস হাতে নিয়ে তুমি বিভিন্ন আত্মীয়স্বজনের বাসায় ঘুরে বেড়াবা।

আমার কথা তখনতোমার হঠাৎ হঠাৎ মনে হবে।এই যেমনজামাইয়ের 
হাত ধরার সময়, একসাথে রিকসায় চড়ারসময়।'আর আমি তখন ছন্নছাড়া হয়ে 
ঘুরি,,আর বন্ধুদের বলিবুঝলি দোস্ত, জীবনে প্রেম ভালোবাসা কিছুনাই,,
 সব ধোয়া,, সব বুংগা, বুংগা।"পরের একমাসে তুমি হানিমুনে যাবা, নতুন বাসা 
সাজাবা,শপিং, ম্যাচিং, শত প্লান আর জামাইয়ের সাথে হালকা মিষ্টিঝগড়া।
তখন তুমি বিরাট সুখে,,হঠাৎ আমার কথা মনেহলে ভাববা, আমার সাথে
 বিয়ে না হয়ে বোধহয়ভালই হয়েছে।'আমি ততদিনে বাপ, মা, বন্ধু
 কিংবা বড়ভাইয়ের ঝাড়িখেয়ে মোটামুটি সোজা হয়ে গিয়েছি।
ঠিককরেছি একটা চাকরী পেতে হবে,, তোমারচেয়ে একটা সুন্দরী 
মেয়ে বিয়ে করেতোমাকে দেখিয়ে দিতে হবে।সবাইকে বলিতোমাকে
 ভুলে গেছি।কিন্তু তখনও মাঝরাতেতোমার এসএমএস গুলো বের করে 
পড়ি আরদীর্ঘশ্বাস ছাড়ি।"পরের দুইবছর তুমি আর প্রেমিকা কিংবা নতুন
 বউনেই।মা হয়ে গিয়েছো,, পুরাতন প্রেমিকেরস্মৃতি, স্বামীর আহ্লাদ,
 এসবের চেয়েও বাচ্চারডায়াপার, হামের টিকা এসব নিয়ে বেশি চিন্তিত।
অর্থাৎতখন আমি তোমার জীবন থেকে মোটামুটিপারমানেন্টলি ডিলিট
 হয়ে যাবো।'এদিকে আমিও একটা চাকরী পেয়েছি,,বিয়ের কথাচলছে। 
মেয়েও পছন্দ হয়েছে।আমি এখনভীষণ ব্যাস্ত। এবার সত্যিই আমি তোমাকে ভুলেগিয়েছি।

শুধু রাস্তা ঘাটে কোন কাপল দেখলেতোমার কথা মনে হয়।
কিন্তু আর দীর্ঘশ্বাসওআসে না।,,,,এতদূর পর্যন্ত বলার পর দেখি আমার
 প্রেমিকাছলছল চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে আছে।মুখে কোন কথা 
নেই।আমিও চুপচাপ।একটু পর সেবললো,, "তবে কি সেখানেই সব শেষ??
আমি বললাম, "না।কোন এক মন খারাপের রাতেতোমার জামাই নাক ডেকে ঘুমুবে।
আমার বউওব্যস্ত থাকবে নিজের ঘুমরাজ্যে।শুধু তোমার আরআমার চোখে ঘুম
 থাকবে না,,সেদিন অতীতআমাদের দুজনকে নিঃশ্বদে কাঁদাবে..আল্লাহ্ ব্যাতিত 
যে কান্নার কথা কেউ জানবেনা,,কেউ না।

কোন মন্তব্য নেই