Breaking News

বহুদিন পর আজ তোমার সাথে দেখা হয়ে গেলো

 বহুদিন পর আজ তোমার সাথে দেখা হয়ে গেলো



বহুদিন পর আজ তোমার সাথে দেখা হয়ে গেলো.. এ মাসের টিউশনির টাকাটা এখনো পাই নি,তাই খরচ বাঁচাতে হেঁটে হেঁটে ছাত্রের বাসায় যাচ্ছিলাম। একটানা হাটতে পারি না.. হাপিয়ে উঠি আমি...টপ টপ করে ঘাম ঝরছিলো শরীর থেকে..মাঝে মাঝে ফুটপাতে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছিলাম তখনি তোমাকে দেখলাম.. আমার পাশেই রিকশা থামিয়ে ঝালমুড়ি ওয়ালা থেকে ঝালমুড়ি কিনছিলে... কি অপরুপ লাগছিলো তোমাকে সবুজ জামদানি শাড়িতে।কানে বড় ফুলের দুল..চুলগুলো খোঁপা করা তোমার... চোখে মুখে তোমার স্নিগ্ধতার ছোঁয়া। 


পাশের ছেলেটার হাত শক্ত করে ধরে রেখেছিলে তুমি।ছেলেটা কি যেনো বলছিল হাত নেড়ে নেড়ে... তুমি তাতে হেসে গড়িয়ে পড়ছিলে.. অভ্যাসবশত আমার মুখ থেকে তখন অস্ফুট স্বরে বেরিয়ে পড়ে তোমার নাম.. তুমি হয়তো তা শুনোনি.. শুনলেও হয়তো আমাকে চিনতে পারতে না.. অনেক বদলিয়েছি আমি... ক্রমাগত সিগারেট খেয়ে ফুসফুসের বারোটা বাজিয়েছি.. গাল ভেঙ্গে গিয়েছে আমার..চোখ কোটরাগত.. হবারই কথা.. এখন আমি আর সেই আগের আমি নই.. তুমি যাবার পর এক অন্য দুনিয়ায় ছিলাম.. বাবা মা কারো কথা শুনিনি.. পড়াশুনাটাও আর ঠিকভাবে করি নি.. তার পর বাবা চলে গেলো না ফেরার দেশে.. বাবা চলে যাবার পর বুঝেছি বাস্তবতা কত কঠিন। পুরো সংসার এর দ্বায়িত্ব আমার উপর এসেছে.. .মাত্র দুই মাসের বাসা ভাড়া বাকী থাকায় যেদিন দীর্ঘ আট বছরের পরিচিত বাড়ীওয়ালা আংকেল বললেন অন্য বাসা দেখতে সেদিন এর মত অপমান আমি কখনো বোধ করিনি..


 সেদিন অনেকক্ষন ছাদে দাঁড়িয়ে ছিলাম নিজেকে শেষ করার জন্য.. সেদিন বুঝেছি মা বাবার থেকে আপন আর কেউ নেই.. আসলে নিজের যোগ্যতা না থাকলে টিকে থাকা যায় না বাস্তবতায়.. কোন মতে কলেজ পাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম.. এই যোগ্যতা দিয়ে দু'একটা টিউশনি ছাড়া আর কিছুই করতে পারি নি.. নিজের স্বপ্ন গুলো তোমাকে নিয়েই দেখেছিলাম.. তুমি চলে গেলে স্বপ্ন গুলোও চলে গেলো আমার.. অনেক বদলিয়েছি আমি.. বাচ্চাদের মত আগের সেই আবেগ আমার মাঝে নেই.. তাই মিতু মেয়েটাকে প্রশয় দেই না.. মেয়েটার আবেগ টুকু দেখেও না দেখে থাকি.. মেয়েটা অনেক অদ্ভুত.. প্রথম যেদিন পড়াতে গিয়েছিলাম খুব বিরক্ত হয়েছিলাম মেয়েটার উপর..আধঘন্টা বসিয়ে রেখে তারপর এসেছিলো পড়তে..এসেই আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে বললো "আপনাকে স্যার ডাকতে পারবো না.. ভাইয়া ডাকবো.. 

আর শুনুন আপনার গা থেকে ঘামের দূগন্ধ আসছে, আমার সামনে এরকম ঘামের গন্ধ নিয়ে আসবেন না.. " মেয়েটার অস্পর্ধা দেখে অবাক হয়েছিলাম.. রাগে দুখে ইচ্ছে করছিলো সব ছেড়ে ছুড়ে বাসা থেকে বের হয়ে আসতে.. কিন্তু টিউশনি টা আমার খুব দরকার ছিলো. খুব বড়লোকের মেয়ে মিতু... .বড়লোকের সুন্দরী মেয়েদের অন্যদের ছোট করে দেখার মন মানসিকতা থাকে.. কিন্তু ধীরে ধীরে মেয়েটার ভেতর কেনো যেনো আমার জন্য মায়া দেখতে পেলাম... তবে আমি প্রশয় দেই না.. এরকম একটা সময় আমিও কাটিয়েছি আবেগে.. বাস্তবতা বড়ই নির্মম.. তবে শুধু একটা জিনিসই বদলাই নি আমার.. 

আগের সেই ভালোবাসাটা তোমার প্রতি এখনো কেনো যেনো অমলিন রয়ে গিয়েছে... . রাত দশটা বাজছে এখন. .. মা খুব অসুস্থ, ঘুমিয়ে পড়েছে.. ছোট ভাইটা পড়তে বসেছে... আমার কাশিটাও বেড়েছে..রাত হলেই কাশিটা বাড়ে.. মিতু জোর করে নিয়ে না গেলে যেতামই না ডাক্তারের কাছে.. তবে না গেলেই হয়তো ভালো ছিলো। ফুসফুসের ক্যান্সারটা ধরা পড়েছে আমার.. ডাক্তার সময় বেধে দিয়েছে.. এখনো প্রাথমিক পর্যায়ে আছে.. চিকিৎসা করালে হয়তো বেঁচেও যেতে পারি.. কিন্তু চিকিৎসা করিয়ে টাকা নষ্ট করার মত টাকা আমার নেই.. এখনো অনেক কাজ বাকী... 

লেখা : Nahid Ashraf

কোন মন্তব্য নেই